ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লালকেল্লা এলাকায় গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লি পুলিশ জানায়, লালকেল্লার কাছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে পাশের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়।





