বেলগোরোদ ও ভরোনেজের তাপ-বিদ্যুৎ কেন্দ্রে কিয়েভের মিসাইল ও ড্রোন হামলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে অন্তত ২০ হাজার বাসিন্দার। যদিও জেলেনস্কি সেনাদের এ অভিযানের বিষয়টি চেপে গেছে রুশ প্রতিরক্ষা দপ্তর। বরং তারা বলছেন, রোববার হামলা চলাকালে ইউক্রেনের ৪৪টি ড্রোন প্রতিহত করেছে তারা।
আরও পড়ুন:
তবে এদিন, ইউক্রেনের হামলার পর রোস্তভ অঞ্চলে কয়েক ঘণ্টা ব্ল্যাক আউট হয় বলে জানা গেছে। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমের দাবি, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে দুর্ঘটনাবশত অগ্নিসংযোগ ও সাময়িক শাটডাউনের জেরে এমনটা ঘটে থাকতে পারে।





