এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ: জাতীয় স্টেডিয়ামে শুরু হলো তীর ধনুকের লড়াই

জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে আর্চাররা
জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে আর্চাররা | ছবি: এখন টিভি
0

জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মূল খেলা। তীর ধনুকের লড়াইয়ে প্রথম দিন দলগুলো ব্যস্ত থেকেছে কোয়ালিফিকেশন রাউন্ডে। সেখানে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি চমক দেখিয়েছে ভারত। বাংলাদেশও আছে ভালো অবস্থানে।

জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে ব্যস্ত দলগুলো। তীর ধনুকের নিশানায় দিনটা ভালোই কাটিয়েছে স্বাগতিক বাংলাদেশ। কোয়ালিফিকেশন রাউন্ড শেষে পদক আনতে আশার বাণী শুনিয়েছেন আর্চার হিমু বাছার।

বাংলাদেশ আর্চার হিমু বাছার বলেন, ‘আমরা অনেক খুশি নিজেদের দেশে আন্তর্জাতিক গেম খেলতে পারছি। নিজের দেশে থেকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনেক বড় একটি আসর, এখানে গোল্ড মেডেলিস্টরাও আছে। পদক জেতা একটু কষ্ট তবে অসম্ভব কিছু না। আমরা চেষ্টা করব দেশের জন্য ভালো কিছু করতে।’

শক্তিশালী দল হিসেবে আসরটিতে অংশ নিতে বাংলাদেশে এসেছে চীনের ৮ আর্চার। প্রথমদিনে ছাপও রেখেছেন মাঠের খেলায়। আসরটি থেকে সর্বোচ্চ পদক নিয়ে দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন চীনা তরুণ আর্চার শি শাং কুন।

আরও পড়ুন:

চীনা তরুণ আর্চার শি শাং কুন বলেন, ‘আমাদের সঙ্গে মেধাবী আর্চাররা এসেছেন। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে আসর আগে এ আসর নিয়ে আমরা যথেষ্ট মনোযোগী ছিলাম। সবার দলের প্রতি সম্মান রেখেই বলছি আমরা যেকোনো দলকে হারাতে প্রস্তুত। সর্বোচ্চ পদক নিয়েই আমরা বাড়ি ফিরতে চাই।’

মাঠের খেলায় প্রথম দিন চমক দেখিয়েছে ভারত। বিশেষ করে কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্দান্ত ছিলেন ভারতীয় আর্চার অভিষেক ভার্মা। খেলা শেষে সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ পদক জেতার লক্ষ্যটা অকপটেই জানালেন এশিয়ান গেমসের ৫ বারের পদকজয়ী এই অ্যাথলেট।

ভারত আর্চার অভিষেক ভার্মা বলেন, ‘আন্তর্জাতিক আসরে কে বড় কে ছোট সেটা দেখলে চলে না। আমরা বিশ্ব মঞ্চে একাধিক পদক জিতেছি। আমাদের যেকোনো দলকে হারানোর অভিজ্ঞতাও আছে। দিন শেষে সবাই এখানে পদক জিততে এসেছে।’

সব মিলিয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সমানে সমান। এখন আর্চারদের চোখ থাকবে মূল পর্বের দিকে। যেখানে নির্ধারিত হবে পদক জয়ের ভাগ্য।

এফএস