স্থানীয়রা জানান, সাইনবোর্ড থেকে চাষাড়া অভিমুখে যাওয়া একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ: ১১-১৭৬৯) একই পথে চলমান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর একজন, অজ্ঞাতপরিচয় এক তরুণী (২৪) ছিটকে পড়ে যান। এসময় কাভার্ডভ্যানের চাকা তার ডান পায়ের ওপর দিয়ে গেলে পা বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন:
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলের নারী আরোহী গুরুতর আহত হন এবং তার পা বিচ্ছিন্ন হয়। তাকে দ্রুত উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।’





