টটেনহামের বিপক্ষে ম্যাচে ব্রায়ান এমবুয়েমোর ৩২ মিনিটের গোলে ম্যাচের প্রায় পুরোটা সময় এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ৮৪ মিনিটে ম্যাথিয়াস টেল গোল করে ম্যাচে আনেন সমতা। ইনজুরি টাইমে রিচার্লিসন গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পারা। কিন্তু একেবারে শেষ মিনিটে ম্যাথিয়াস ডি লিট ইউনাইটেডকে এনে দেন ২-২ গোলের স্বস্তির এক ড্র।
আরও পড়ুন:
রাতের অন্য ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিটে পিছিয়ে পড়ে আর্সেনাল। যদিও ৫৪ মিনিটে বুকায়ো সাকা এবং ৭৪ মিনিটে লিয়ান্দ্রো টোসার্ডের গোলে ম্যাচে এগিয়ে যায় গানার্সরা। কিন্তু ইনজুরি সময়ে ব্রায়ান ব্রবি গোল করলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।





