প্রথম ফুটবলার হিসেবে ৪০০ অ্যাসিস্টের রেকর্ড মেসির

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৪০০ অফিসিয়াল অ্যাসিস্টের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে এমএলএসের প্লে-অফ ম্যাচে এই রেকর্ড গড়েন এলএমটেন।

ন্যাশভিলের বিপক্ষে এমএলএস প্লে-অফের ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোলের দেখা পেয়েছিলেন মেসি। আগের দুই লেগেও গোল করেছিলেন এই আর্জেন্টাইন তারকা। তৃতীয় লেগেও দশম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে একক চেষ্টায় গোল করেন এলএমটেন। নিজের দ্বিতীয় গোলের দেখা পান ৩৯ মিনিটেই। মাতেও সিলভেত্তির পাস থেকে সহজ গোল করেন তিনি।

আরও পড়ুন:

আর ম্যাচের ৭৬ মিনিটে করে রেকর্ডগড়া অ্যাসিস্ট। মেসির ডিফেন্সচেরা পাসে গোল করেন আলেন্দে। এটি ছিল আর্জেন্টাইন তারকার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট। এ তালিকায় মেসির নিচে আছেন পেলে এবং ইয়োহান ক্রুইফ।

এফএস