দেশের রেল নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার পরও পাবনা রেল স্টেশন এখনও যথাযথভাবে সংযুক্ত হয়নি। সম্প্রতি নির্মিত এ স্টেশনটির জন্য দেড় হাজার কোটি টাকা ব্যয় হলেও, এখানে সারাদিনে চলাচল করে মাত্র একটি ট্রেন। কিন্তু বারবার শিডিউল পরিবর্তনে যাতায়াতে ভোগান্তি যাত্রীদের।
পাবনা রেল স্টেশনে ২৪ ঘণ্টায় চলাচল করে একটি লোকাল ট্রেন। দিনের বাকি সময়জুড়ে স্টেশনে শুধুই নীরবতা। প্ল্যাটফর্মে নেই যাত্রীদের কোলাহল। অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন সরঞ্জাম।
স্থানীয়দের একজন বলেন, ‘এতকিছু থাকার পরও ঢাকা-পাবনা রেল যোগাযোগ ব্যবস্থা চালু না হওয়া খুবই দুঃখজনক বিষয়।’
এদিকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচলের সুবিধা না থাকায় স্থানীয়দের ভরসা সড়কপথ। এ কারণে সড়ক পরিবহন খাতে জিম্মি হয়ে পড়েছে জেলাবাসী। দ্রুত ঢাকা-পাবনা রুটে এক্সপ্রেস ট্রেন চালুর দাবি তাদের।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, ঢাকা-পাবনা রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে তাদের যোগাযোগ সহজ হয়ে যাবে।
তবে আশার বাণী শোনালেন রেল সচিব। শিগগিরই ঢাকা-পাবনা রুটে ট্রেন চালু হবে বলে জানান তিনি ।
বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সচিব ফাহিমুল ইসলাম বলেন, ‘প্রায় ২০টি কোচ পাবো এ বছরের শেষে। সময় লাগলেও এই অবস্থায় আমরা ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন দেয়ার চেষ্টা করছি।’
পাবনার মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত ৭৯ কিলোমিটার রেলপথ নির্মাণ শেষ হয় ২০১৯ সালে। বর্তমানে মাত্র একটি ট্রেন চলছে ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত।





