ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়েছে: সালাহউদ্দিন

কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: এখন টিভি
0

ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের হলরুমে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের উদ্দেশে বলছি, আমরা মনে করেছিলাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে, আমরা মনে করেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে। তত্ত্ববধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিতি হয়, একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য, সে দায়িত্ব আপনারা পালন করবেন। অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন।’

তিনি বলেন, ‘এখন অন্তর্বর্তী সরকার বলছে, রাজনৈতিক দলগুলোকে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, না হলে আমরা সিদ্ধান্ত নেব। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা যেন আপনারা সবসময় ইয়াদ রাখেন।’

একই সঙ্গে তিনি ড. ইউনূসের একইসঙ্গে ঐকমত্য কমিশনের সভাপতি ও অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করায় তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এ শীর্ষস্থানীয় নেতা।

আরও পড়ুন:

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পড়াশোনা করতে হবে, মেধাভিত্তিক রাজনীতি করতে হবে, জ্ঞান এবং প্রযুক্তিনির্ভর রাজনীতি করতে হবে। তাহলেই তোমরা আগামী দিনের নেতৃত্ব বজায় রাখতে পারবা। তা না হলে আগামীর বাংলাদেশে শুধু বয়ানবাজি করে কোনো রাজনীতি হবে না।’

সভায় উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বাংলাদেশকে কোণঠাসা করে প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যাশা পূরণে কাজ করছে একটি রাজনৈতিক দল।’

এসময় অন্য কোনো দলের পরামর্শ নিয়ে নয় বরং নিজেদের সামর্থ্য দিয়ে ছাত্রদল এগিয়ে যাবে বলেও জানান তিনি।

এসএইচ