নোবেলজয়ী জেমস ওয়াটসনের প্রয়াণ

নোবেল জয়ী জেমস ওয়াটসন
নোবেল জয়ী জেমস ওয়াটসন | ছবি: সংগৃহীত
0

৯৭ বছর বয়সে মারা গেলেন ডিএনএ গঠনের অন্যতম সহ-আবিষ্কারক এবং নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বিজ্ঞানী জেমস ওয়াটসন।

গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করে কোল্ড স্প্রিং হারবাল ল্যাবরেটরি। এই প্রতিষ্ঠানেই বহু বছর কাজ করেছেন ওয়াটসন। 

আরও পড়ুন:

১৯৫৩ সালে ডিএনএর গঠন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ডিএনএর ডাবল হেলিক্স গঠন আবিষ্কারের জন্য ১৯৬২ সালে বিজ্ঞানী মারিস উইলকিন্স এবং ক্রিকের সঙ্গে তিনি চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পান। 

পরবর্তীতে জাতি ও লিঙ্গ বিষয়ে বির্তকিত মন্তব্যের কারণে বেশ সমালোচিত হয়েছিলেন জেমস ওয়াটসন, হারাতে হয়েছিল চাকরিও।

এসএইচ