চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। সেখানে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আরও পড়ুন:
এসময় বক্তারা জানান, মৌলবাদী শক্তি আবারও সারা দেশের সাংস্কৃতিক অঙ্গনে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার নীল নকশা করছে।
তাদের দাবি, তারই ধারাবাহিকতায় সঙ্গীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিল করেছে। আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সে অপচেষ্টা রুখে দেয়া হবে।





