নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

বেনইয়ামিন নেতানিয়াহু
বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে নিন্দা জানিয়েছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা বোঝাই ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল। বন্ধ হয়নি হামলা-হত্যা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এমনকি ঠিকমতো ঢুকতে দিচ্ছে না জরুরি মানবিক সহায়তা সামগ্রী। যার কারণে প্রায় এক মাসে মাত্র ৩৭ হাজার টন মানবিক সহায়তা গাজায় পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। যা প্রয়োজনের তুলনায় খুব কম। ফলে নামমাত্র যুদ্ধবিরতি চলমান থাকায় গাজাবাসীর দুর্ভোগ কমছে না।

গাজার স্থানীয় একজন বলেন, ‘আমরা একটি কঠিন পরিস্থিতিতে বাস করছি, অত্যন্ত কঠিন। অনেক মানুষ বাড়িতে ফিরেও ইসরাইলি আক্রমণে আবার দক্ষিণে চলে যেতে বাধ্য হচ্ছে। আমাদের পরিবারের অর্ধেক সদস্য এখানে, বাকি অর্ধেক শিশু দক্ষিণে। বাসস্থান, খাদ্য, সুপেয়, পানি, বিদ্যুৎ, ওষুধের অনেক সংকট।’

অন্য একজন বলেন, ‘আমরা জীবনের সব আশা হারিয়ে ফেলেছি। আমরা নিজ বসতভিটায় ফিরেও ভালো নেই। সব ধ্বংসস্তূপ। এছাড়া যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা আতঙ্ক। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়।’

আরও পড়ুন:

এমন পরিস্থিতিতে এবার নেতানিয়াহুসহ ইসরাইলের ৩৭ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। তালিকায় থাকা উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াল জামির। পরোয়ানায় গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ছাড়াও গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরকে আটকে দেয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয় এই পরোয়ানা জারি করেছ। বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ১৭ অক্টোবর গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরাইলি হামলায় ৫০০ জন নিহত হয়েছেন। এছাড়া ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরাইলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করেছে। এমনকি গত মার্চ মাসে বোমা হামলা চালিয়ে গাজায় থাকা তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল'ও ধ্বংস করেছে ইসরাইল। এর প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়েছে ইসরাইল।

আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ-এর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রায় এক বছর পর তুরস্কের এই ঘোষণা এলো। এর আগে গত বছর আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার মামলায় তুরস্কও যোগ দিয়েছে।

তুরস্কের এ গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়ায় একে প্রচারমূলক নাটক বলে অভিহিত করে নিন্দা জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, তুরস্কের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে গাজার স্বা স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

এদিকে ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যেও গাজায় অস্ত্রবিরতি কার্যকর আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সমান্বিত আন্তর্জাতিক বাহিনী গাজার মাটিতে কাজ শুরু করবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলি আগ্রাসনে অন্তত ৬৮ হাজার ৮শ'র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এসএস