ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে অনুমতি নিতে বাধ্য নয় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে মার্কিন কংগ্রেসের অনুমতি নিতে বাধ্য নন ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) এ বিষয়ে একটি বিল মার্কিন সিনেটে তোলা হলেও তা পাস হয়নি। ডেমোক্র্যাটদের উত্থাপন করা বিলের পক্ষে দুই রিপাবলিকান ভোট দিলেও ৫১/৪৯ ভোটে আইনটি বাতিল হয়। এদিকে মার্কিন সংবাদমাধ্যমে নিয়মিত ছবি প্রকাশ হওয়ায় নিজেকে টেইলর সুইফটের চেয়েও বেশি বিখ্যাত দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

গেল সেপ্টেম্বর থেকেই ভেনেজুয়েলা ও কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে মার্কিন সেনাবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মাদকবিরোধী অভিযানের নামে এসব হামলা চালাচ্ছে পেন্টাগন। তাদের দাবি, হামলা চালানো জাহাজগুলোতে মাদকদ্রব্য বহন করা হচ্ছিলো।

তবে প্রমাণ ছাড়া এমন হামলার লাগাম টানতেই মার্কিন সিনেটে একটি বিল উত্থাপন করে ডেমোক্র্যাটরা। বলা হয়, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে হলে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন কংগ্রেসের অনুমতি নিতে হবে।

অফ ম্যারিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, ‘আমাদের সবারই প্রেসিডেন্টের কাছে এই বার্তা পাঠানো উচিত, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, আন্তর্জাতিক জলসীমায় বিচারবহির্ভূত হামলা চালিয়ে মানুষ হত্যা বন্ধ করুন। আর ভেনেজুয়েলা উপকূলে সামরিক সম্পদ সংগ্রহ করা বন্ধ করুন। সংবিধান মার্কিন কংগ্রেসেকে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়।’

সিনেটের ভোটাভুটিতে শেষ পর্যন্ত বিলটি পাসে ব্যর্থ হয়। দুই রিপাবলিকান সিনেটর বিলটির পক্ষে ভোট দিলেও ৫১/৪৯ ভোটে এটি বাতিল হয়ে যায়। শুধু তাই নয় মাদকবিরোধী অভিযান চালানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানান রিপাবলিকান সিনেটররা।

আরও পড়ুন:

আইডাহোরের রিপাবলিকান সিনেটর জিম রিশ বলেন, ‘প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি অনেক বাবা-মায়ের পক্ষ থেকে এমন পদক্ষেপ নিয়েছেন, যাতে তাদের সন্তানদের তাড়াতাড়ি কবর দিতে হবে না। তারা কখনও জানবে না যে তারা কোন পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে। হাজার হাজার মার্কিনদের জীবন রক্ষা পেয়েছে। তাই, মিঃ প্রেসিডেন্ট, আপনাকে ধন্যবাদ। এবং আপনি যা করছেন তা চালিয়ে যান।’

এদিকে যুক্তরাষ্ট্রের সিএনএন ও ফক্স নিউজের মতো স্বনামধন্য সংবাদমাধ্যমগুলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে নিয়ে প্রতিনিয়ত নানা খবর প্রকাশ করছে। আর তাই রসিকতা করে নিজেকে মার্কিন তারকা টেইলর সুফইটের চেয়েও বেশি বিখ্যাত বলে দাবি মাদুরোর।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ‘আমি এখন যুক্তরাষ্ট্রে টেইলর সুইফটের চেয়েও বেশি বিখ্যাত, ক্যারল জি এবং ব্যাড বানির চেয়েও বেশি বিখ্যাত। আমি একটি অ্যালবাম রেকর্ড করতে চাই, যেখানে অ্যালবাম বিক্রির মাধ্যমে আমরা কমিউনিটি কাউন্সিল এবং সামাজিক প্রকল্পের জন্য আরও তহবিল পেতে পারি।’

সম্প্রতি ট্রাম্প প্রশাসন জানায়, মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক অভিযান চালানোর পাশাপাশি, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। তবে, মাদুরোর দাবি তার সরকারকে উৎখাত করতে এবং ভেনেজুয়েলার উপর রাজনৈতিক চাপ বাড়াতেই এমন অপচেষ্টা চালাচ্ছেন ট্রাম্প।

এসএস