আজ (শুক্রবার, ৭ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে ৮০% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিবে। একটি দল সংস্কার চায় না বলেই গণভোট চায় না।
ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বর্তমান সময়ে বিএনপি বড় ও জনপ্রিয় দল হলেও তা জিয়াউর রহমানের সময়ের মত জনপ্রিয় কিনা তা নিয়ে প্রশ্ন আছে।’
দেশের মানুষ গণতন্ত্র ও পরিবর্তন চায় উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দলকেই ভোট দিবে।’





