আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ কর্মসূচি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এনসিপির দলীয় মনোনয়নের আবেদন ফরম বিক্রি শুরুর ঘোষণাও দেয়া হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ-মারামারি হচ্ছে। বিএনপি এরই মধ্যে সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াতও মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে, আমাদের জানা নেই।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না এটা জনগণকে দেখানোর জন্যই সরকার রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করতে বলেছে।’
এনসিপির এই নেতা বলেন, ‘একটি দল অন্য দলকে আহ্বান জানালেও কে কার সঙ্গে বসবে সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। সমাধানে পৌঁছানোর জন্য বিএনপি এবং জামায়াতের সঙ্গে আমরা আলোচনা করেছি।
বিএনপিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আলোচনার টেবিল থেকে যাওয়ার পর বলেন ওটা প্রতারণার টেবিল ছিল, তাহলে গত ছয় মাস আপনিও প্রতারণা করেছেন।’





