উয়েফা চ্যাম্পিয়নস লিগে হাই ভোল্টেজ ম্যাচে দুই জায়ান্ট লিভারপুল ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ে শেষ হাসি লিভারপুলের। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের একমাত্র গোলে জয় পেয়েছে অলরেডরা। ম্যাচের পুরোটা সময় আধিপত্য দেখিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। রিয়ালের হয়ে থিবো কোর্তোয়া দেওয়াল হয়ে না দাঁড়ালে ব্যবধান আরও বাড়ত।
শেষ ১০ দেখায় সাতবারই জিতেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতেই হেরেছে লিভারপুল। তাই ঘরের মাঠে খেলা হলেও চাপে ছিল অলরেডরা। তবে মূল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন সালাহ-অ্যালিস্টাররা।
আরও পড়ুন:
প্রথমার্ধেই চারটি সেভ করেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। ২৭ মিনিটে ফ্লোরিয়ান রিটজের প্রায় নিশ্চিত গোল অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। ৬১ মিনিটে জুড বেলিংহামের ভুলে পাওয়া ফ্রি কিক থেকে হেডে গোল করেন ম্যাক অ্যালিস্টার। ৮৬ মিনিটে গাকপোর আরেকটি শট ঠেকিয়ে দেন কোর্তোয়া।
রাতের অন্য ম্যাচে পিএসজিকে তাদেরই ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। পার্ক দ্য প্রিন্সেসে ৪ ও ৩২ মিনিটে গোল করে প্রথমার্ধেই বাভারিয়ানদের এগিয়ে দেন কলম্বিয়ান লেফট উইঙ্গার লুইস দিয়াজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন বেশি নিয়ে খেলার সুযোগে একটি গোল করে পিএসজি। তবে ৭৪ মিনিটে করা জোয়াও নেভেসের গোল দলকে জেতাতে পারেনি।
আরেক ম্যাচে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। জোড়া গোল করেন মেরিনো, অন্যটি আসে বুকায়ো সাকার পা থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচ ক্লিন শিট রেখে ১২২ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেছে গানাররা। এছাড়া ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।





