এসময় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, আজাদ, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন খসরু মোল্লা ও নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু।
আরও পড়ুন:
এছাড়া পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ ৫ শতাধিক নেতাকর্মী।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, তাদের নেতা সাহসী সংগঠক এম এ হান্নানকে দল মনোনয়ন না দেয়ায় তৃণমূলের নেতাকর্মীরা হতাশ। গেল ১৭ বছর দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা এম এ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবি জানানা তারা।
দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সমর্থকরা।
এদিকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়ে সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ সমর্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।
চাঁদপুরে ৫টি আসনে বিএনপির প্রার্থীরা হলেন, চাঁদপুর-১ (কচুয়া) আসনে আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে লায়ণ হারুনুর রশিদ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক।





