অস্ট্রেলিয়ায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ; গ্রেপ্তার ১০

অস্ট্রেলিয়ায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ
অস্ট্রেলিয়ায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ | ছবি: সংগৃহীত
0

অস্ট্রেলিয়ার সিডনীতে একটি প্রতিরক্ষা প্রদর্শনীর বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয় ১০ জনকে।

ডার্লিং হারবারে অনুষ্ঠিত হচ্ছে ইন্দো প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন। যেখানে অংশ নিয়েছে অনেক ইসরাইলি কোম্পানি। প্রদর্শনীর বাইরে জড়ো হন শতাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী।

আরও পড়ুন:

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানায়, বিক্ষোভকারীরা পুলিশের নিরাপত্তা বলয় ভেদ করার চেষ্টা করছিল।

যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর নৌবাহিনী ও কোস্টগার্ড প্রধানসহ বহু উচ্চপদস্থ কর্মকর্তা এ সম্মেলনে অংশ নিয়েছেন।

এসএস