মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর
বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর | ছবি: এখন টিভি
1

মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলা চালিয়েছে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থক নেতাকর্মী। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জানান, সকাল আনুমানিক ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী হাই স্কুল মাঠের দিকে যাচ্ছিলেন। এসময় জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা তাদের উদ্দেশ্য করে পাটকেল ছুঁড়তে থাকে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলে আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যান। আমজাদ গ্রুপের সমর্থকদের মোটরসাইকেল ভাঙচুর ও আমজাদ হোসেনের কার্যালয়ে হামলা চালান সমর্থকরা।

এর কিছুক্ষণ পর আমজাদ হোসেনের সমর্থকরা মিছিল সহকারে এসে জাবেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে ভাঙচুর ও আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী ও গাংনী থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এএইচ