তুষারঝড়ের কবলে নেপাল, এভারেস্টে আটকা ১৫০০ পর্যটক

নেপালে তীব্র তুষারঝড়ে আটকা পর্যটক
নেপালে তীব্র তুষারঝড়ে আটকা পর্যটক | ছবি: সংগৃহীত
0

ভারী বৃষ্টি ও তীব্র তুষারঝড়ের কবলে নেপালের বেশিরভাগ অঞ্চল। ঘুরতে গিয়ে এভারেস্টের পাদদেশে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টানা তিন দিন ধরে স্থগিত রয়েছে লুকলা বিমানবন্দরের ফ্লাইট চলাচল। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে পর্যটকদের।

নেপালের অপার সৌন্দর্য উপভোগে প্রতিবছর হাজার হাজার পর্যটক ভিড় করেন সেখানে। মাউন্ট এভারেস্টের বেসক্যাম্প, অন্নপূর্ণা, পোখারা, ভক্তপুরের মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতিপ্রেমীদের বারবার কাছে টানে। বিশেষকরে যারা দুঃসাহসী অভিযানে যেতে চান তাদের পছন্দের তালিকায় শীর্ষে নেপালের দর্শনীয় জায়গাগুলো।

সারাবছর দেশটিতে পর্যটকের আনাগোনা থাকলেও অক্টোবর থেকে ডিসেম্বর মাসে তুলনামূলক বেশি ভিড় থাকে সেখানে। বছরের এ সময়টাতে আকাশ পরিষ্কার থাকায় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ অন্যান্য পর্বতগুলোর চূড়া দূর থেকেও স্পষ্ট দেখা যায়।

এবছরও তার ব্যতিক্রম নয়। অক্টোবরজুড়ে বিপুল সংখ্যক পর্যটক নেপালে ভিড় করেছেন। তবে মাসের শেষের দিকে আবহাওয়ার প্রতিকূলতা হয়ে পড়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা।

আরও পড়ুন:

গত তিনদিন ধরে ভারী বৃষ্টি, তুষারপাত ও মেঘাচ্ছন্ন আকাশের জন্য নেপালের লুকলা বন্দরে বাতিল হয়েছে বহু ফ্লাইট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঠমান্ডু যেতে পারছে না পর্যটকরা।

এতে চরম ভোগান্তিতে পড়েছে পর্যটকরা। ফ্লাইট বিপর্যয়ের কারণে এরইমধ্যে দেড় হাজার পর্যটক সেখানে আটকা পড়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ অবস্থায় লুকলা শহরের হোটেল-মোটেলগুলোতে দেখা দিয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়।

তবে সহসাই আটকা পড়া পর্যটকদের কোন সুখবর দিতে পারছে না নেপালের আবহাওয়া বিভাগ। আগামী কয়েকদিন লুকলা শহরে বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

এফএস