যুক্তরাজ্যে ট্রেনে দুর্বৃত্তের ছুরিকাঘাত: গুরুতর আহত ৯, আটক ২

ছুরিকাঘাতে আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে
ছুরিকাঘাতে আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে | ছবি: সংগৃহীত
0

যুক্তরাজ্যের কেমব্রিজে হান্টিংডনগামী একটি ট্রেনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে কেমব্রিজশায়ারের পুলিশ। স্থানীয় সময় গতকাল (শনিবার, ১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

আহতের প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও পুলিশ নিশ্চিত করেছে, অন্তত ১০ জন যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। ট্রেনটি ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস পর্যন্ত যাওয়ার কথা ছিল। পুলিশের ধারণা পিটারবরো স্টেশন ছাড়ার পর যাত্রীদের ওপর চড়াও হয় আততায়ী।

আরও পড়ুন:

যুক্তরাজ্যের কেমব্রিজে হান্টিংডনগামী একটি ট্রেনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে কেমব্রিজশায়ারের পুলিশ। স্থানীয় সময় গতকাল (শনিবার, ১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে হান্টিংডন স্টেশনে পৌঁছে ছুরিসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এসময় তাকে টিজারের সাহায্যে অচেতন করে হেফাজতে নেয়া হয়। আটক অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ইএ