ভূতুড়ে কাপড়চোপড়, মুখে বিচিত্র রঙয়ের আঁকিবুঁকি, মাথায় লম্বা-ছুঁচালো টুপি রূপকথার ডাইনি বুড়ির সাজে দলবলে রাস্তায় নামে সবাই। বাড়ির সামনে প্রাচীন লন্ঠন এবং মিষ্টিকুমড়ার শরীর চিড়ে বানানো হয় কঙ্কালের মুখ। পশ্চিমা দেশগুলোতে অক্টোবরের শেষদিনে ঘটা করে পালন হয় এই হ্যালোইন উৎসব। কেবল যুক্তরাষ্ট্রেই মিলিয়ন ডলারের ব্যবসা হয় এই উৎসব ঘিরে।
হ্যালোইন ঐতিহ্যের অংশ হিসেবে হোয়াইট হাউজের উৎসবে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ সময় বিভিন্ন সিনেমা ও কার্টুনের চরিত্রের সাজে উপস্থিত হয় শিশুরা। শিশুদের সঙ্গে উৎসবে মেতে উঠেন ট্রাম্প। তাদের হাতে তুলে দেন চকলেট ও ক্যান্ডি।
আরও পড়ুন:
ওয়াশিংটন ডিসিতে হ্যালোইন প্রদর্শনীতে মার্কিন রাজনৈতিক প্রভাব তুলে ধরার রীতি দীর্ঘদিনের। এবার ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০ মাসের নানা চিত্র উঠে এসেছে। অনেক বাসিন্দা তাকে দেশটির গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তৈরি করা হয়েছে জোকার, বানানো হয়েছে নকল কবরস্থান। ফুটিয়ে তোলা হয়েছে ওয়াশিংটনের চিত্র।
হ্যালোইন উৎসব থেকে বাদ যায়নি চিড়িয়াখানার প্রাণীরাও। যুক্তরাজ্যের হুইপসনেড চিড়িয়াখানার জন্তুদের হ্যালোইন উপলক্ষে দেয়া হয় বিশেষ খাবার। মিষ্টিকুমড়ার গাড়ে মুখোশ এঁকে দেয়া হয় তাদের। এগুলো নিয়ে খেলায় মেতে উঠে সিংহ, গন্ডারসহ বিভিন্ন প্রাণী।
এদিকে, হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাজ্যের টেমস নদীর তীরে আয়োজন করা হয়েছে বিশেষ ড্রাকুলা শো। এই উপলক্ষে সাজানো হচ্ছে ভৌতিক সব স্থাপনা। নকল দাঁত ও নখ লাগিয়ে সেজেছেন ড্রাকুলা চরিত্রে।




