আশুলিয়ায় যৌথ অভিযানে দেশিয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭

অস্ত্রসহ গ্রেপ্তারকৃতরা
অস্ত্রসহ গ্রেপ্তারকৃতরা | ছবি: আইএসপিআর
0

ঢাকার আশুলিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল, দেশিয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়া এলাকার দুটি পৃথক স্থানে একযোগে পরিচালিত যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ (৩১ অক্টোবর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১টি বিদেশি পিস্তল, ১টি দেশিয় পিস্তল, ৮ রাউন্ড গোলাবারুদ, ২টি ম্যাগাজিন, ওয়াকিটকি, বেশ কিছু পরিমাণ মাদকদ্রব্য এবং দেশিয় ধারালো অস্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

অভিযানে ৭ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ব্যক্তিবর্গ, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামাদি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।

সেজু