চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেয়া বিগত সরকারের কথা মনে করিয়ে দেয়: ড. এহসানুল

বিএনপি নেতা ড. এহসানুল হক মিলন
বিএনপি নেতা ড. এহসানুল হক মিলন | ছবি: সংগৃহীত
0

চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেয়া বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ড. এহসানুল হক মিলন। আজ (শুক্রবার, ৩১ অক্টোবর) প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিরোধী পক্ষের কাউকে বিদেশ গমন করতে না দেয়া অত্যাচারের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেয় নি। চিকিৎসার জন্য বিমানবন্দর থেকে বিদেশ যেতে না দেয়া আমাকে অতীতের সেই ন্যক্কারজনক স্মৃতি মনে করিয়ে দেয়।’

আরও পড়ুন:

এ সময় তিনি বলেন, ‘বিদেশযাত্রা নিষেধাজ্ঞার কোনো উপযুক্ত কারণ জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত। বিমানবন্দর কর্তৃপক্ষের এই আচরণে আমি অসম্মানিত হয়েছি।’ এ সময় অন্তর্বর্তী সরকারকে এ ঘটনার সদুত্তর দেয়ার আহ্বান জানান সাবেক এ প্রতিমন্ত্রী।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে এহসানুল হক মিলনকে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন (কচুয়া উপজেলা) থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। পরে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে তিনি পুনরায় এমপি নির্বাচিত হন এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

ইএ