ফেনীতে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ৩২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ক্রিম জব্দ

ফেনী সীমান্ত
ফেনী সীমান্ত | ছবি: সংগৃহীত
0

ফেনীতে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ক্রিম জব্দ করেছে র‍্যাব-৭। গতকাল (মঙ্গলবার, ২৮ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা এসব পণ্য জব্দ করা হয়। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজার মূল্য অন্তত ৩২ লাখ টাকা বলে জানানো হয়।

র‍্যাব জানায়, সদর থানার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি বাড়িতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা ভারতীয় কাপড় এবং ওষুধ পণ্য মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়।

আরও পড়ুন:

পরে সেখান থেকে ৩ শতাধিক ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ জিন্স প্যান্টসহ ২ হাজারের বেশি ক্রিম উদ্ধার করা হয়। পরে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে পণ্যগুলো হস্তান্তর করে র‍্যাব।

ইএ