বাংলাদেশের ক্রিকেটে ব্যাটারদের ব্যর্থতার গল্প পুরোনো। টেস্ট থেকে টি-টোয়েন্টি প্রায় প্রতিটা ম্যাচেই একই চিত্রের পুনরাবৃত্তি দেখা যায়। টপ অর্ডার থেকে মিডল ব্যাটাররা যেন দায়িত্ব নিতে ভুলে যাচ্ছে দিনকে দিন।
ওয়ানডেতে মিরপুরে সিরিজ জয়ের পর চট্টগ্রামে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ চলছে। প্রথম ম্যাচটি হেরে ১-০ তে পিছিয়ে টাইগাররা। যেখানে সেই ব্যাটিং ব্যর্থতার গল্পই সঙ্গী।
তানজিম সাকিব বলেন, ‘একজন সেট ব্যাটসম্যান থাকতো তাহলে গেম অনেক সহজ হয়ে যেতো। কারণ শেষ দুই ওভারে ৩০ রান লাগতো। এটা ব্যাটসম্যান থাকলে সবসময় গেম হাতের মধ্যে থাকে।’
মিডল অর্ডারদের এমন ব্যর্থতা ধারাবাহিক। তাদের পাশাপাশি টপ অর্ডারদেরও দায়িত্ব নেয়ার দরকার ছিলো। বিশেষ করে ভালো শুরুর পর ইনিংস বড় করতে না পারার আক্ষেপ পুড়িয়েছে তানজিমকে।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘উইকেটগুলো গেছে কিন্তু পাওয়ার প্লে-তে।তারা যদি সেট য়ে আউট হতো, এটা একটা আলাদা সিনারিও ছিল। কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যানই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তবে আমি মনে করি, মিডেল অর্ডার ব্যাটসম্যান আরেকটু রেসপন্সিবিলিটি নিতে পারতো। যারা গিয়ে দ্রুত আউট হয়ে গেছে, তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি আরেকটু ডিপে নিয়ে যেতো তাহলে হয়তো অন্য স্টোরি থাকতো।’
টি-টোয়েন্টিতে আধুনিক যুগে দলগুলোর ব্যাটিং স্টাইলই বদলে গেছে। তবে ব্যতিক্রম বাংলাদেশ। শেষ কয়েকটা সিরিজ জিতলেও ১৫০ কোটা পার করাই যেন দায় হয়ে পড়েছে তাদের। এশিয়া কাপেও দেখা গেছে এমন চিত্র। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৯, ভারতের বিপক্ষে ১২৭ আর ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ১৩৫ রান করতে না পারার আক্ষেপ তো আছেই। এসব আক্ষেপ কবে ঘোচাতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল সেটাই এখন দেখার অপেক্ষা।




