এ সময় কারখানা থেকে ২০৫ কেজি পলিথিন ও পলিথিন তৈরির ১ হাজার ১২০ কেজি কাঁচামাল জব্দ করা হয়। পরে কারখানার মালিক জসিম উদ্দিনের কাছ থেকে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদ বলেন, ‘কারখানাটি গোপনে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিভিন্ন বাজারে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালালে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ পাওয়া যায়। এসময় কারখানা মালিককে অর্থদণ্ড করা হয়।’





