সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ঝুঁকি আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের চাহিদা। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে ‘দি টিম ফিনিক্স’।
কাজ করছেন অনেকেই তবে ধারাবাহিকতা নিয়ে আসে সফলতা। চূড়ান্ত সফলতা না হলেও ‘দি টিম ফিনিক্সে’র এপিনিক ফাউন্ডেশনের আইএসআইএফের অনুদান পাওয়া তাদের প্রাপ্তির খাতায় সফলতার একটি পালক হয়েই থাকবে।
আরও পড়ুন:
পিছিয়ে পড়া দেশের জন্য এ ধরণের অনুদান খুবই গুরুত্বপূর্ণ। এ ধরণের অনুদান দেয় কর্মস্পৃহা ও সেই সঙ্গে বাড়ায় কাজের কলেবর।
আন্তর্জাতিক অনুদান সহজে পাওয়া যায় না, অনেকক্ষেত্রেই দেখা যায় স্বচ্ছতার অভাব। তবে ‘দি টিম ফিনিক্সে’র রয়েছে ক্লিয়ার রোডম্যাপ।
সাইবার সিকিউরিটি সেক্টরে ক্রমশ বাড়ছে তরুণদের পদচারণা। সাইবার সিকিউরিটি সেক্টরে এ অনুদান প্রাপ্তি দি টিম ফিনিক্সের দায়িত্ব আর বাড়িয়ে দিয়েছে মনে করেন তরুণ অপারেশন্স ম্যানেজারের সঙ্গে।





