গ্রেপ্তারকৃতরা হলেন সাইদুল ব্যাপারী (২৭), মো. সৈকত হোসেন (২৮) ও মো. হৃদয় (২০)। র্যাব-১১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (রোববার, ২৬ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। মূলহোতা সাইদুল ব্যাপারীর নেতৃত্বে তারা মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ, সিএনজি ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো।
আরও পড়ুন:
পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে দেশিয় অস্ত্রসহ আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব।





