এসময় তিনি বলেন, ‘১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে থাকা দুটি গুমের মামলার শুনানির তারিখ ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।’ এর আগে এ মামলায় ২০ নভেম্বর দিন ধার্য ছিলো। পাশাপাশি গুমের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়েও ১১ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
আরও পড়ুন:
এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ১২তম দিনে মামলার ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।





