সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় ওয়ানডেতে রোহিত-ভিরাটের রেকর্ড জুটি

রোহিত শর্মা এবং ভিরাট কোহলি
রোহিত শর্মা এবং ভিরাট কোহলি | ছবি: সংগৃহীত
0

দুই তারকার শেষ দেখেছিলেন অনেকেই। তবে একদিনের ক্রিকেটে ভারতের রোহিত শর্মা এবং ভিরাট কোহলি এখনও ফুরিয়ে যাননি, সেটারই যেন প্রমাণ ছিল সিডনিতে ৩য় ওয়ানডেতে। দুজনেই পেয়েছেন রানের দেখা। ভেঙেছেন রেকর্ড। দুজনের ১৬৮ রানের পার্টনারশিপ একইসঙ্গে উড়িয়ে দিয়েছে রোহিত-কোহলিকে নিয়ে যাবতীয় শঙ্কাও।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে ২-১ ব্যবধানে হেরে সিরিজ শেষ করেছে শুভমান গিলের দল। আগে ব্যাট করতে নেমে এদিন শুরুটা ভাল ছিল স্বাগতিক অস্ট্রেলিয়ার। মিচেল মার্শের ৪১ আর ম্যাট রেনশর ফিফটিতে বড় স্কোরের প্রত্যাশা ছিল তাদের। যদিও মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর করা হয়নি অজিদের। ১৮৩ রানে ৩ উইকেট থেকে এক পর্যায়ে ২৩৬ রানে অলআউট হয়ে যায় দলটি।

জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। দলীয় ৬৯ রানে শুভমান গিল আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর রোহিত শর্মা এবং ভিরাট কোহলি খেলেছেন ১৬৮ রানের জুটি। রোহিত পেয়েছেন সেঞ্চুরির দেখা। ৭৪ রান করা কোহলি ওয়ানডে ইতিহাসের ২য় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড করেছেন। দুজনের ১৯তম সেঞ্চুরি পার্টনারশিপ ভারতকে এনে দেয় ৯ উইকেটের জয়।

পরপর দুই ম্যাচে ডাক। টেস্ট আর টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেটেও ভিরাট কোহলির শেষ দেখে ফেলেছিল ভারতের গণমাধ্যম। তবে সমালোচনার ব্যাপক চাপ সামাল দিয়েই ভিরাট কোহলি খেললেন অসামান্য এক ইনিংস। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮১ বলে করেছেন ৭৪ রান। অবসরের গুঞ্জন আর সমালোচকদের মন্তব্যকে দূরে সরিয়েছেন, সঙ্গে গড়েছেন নতুন রেকর্ডও।

শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে সরিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন ভিরাট কোহলি। ১৪ হাজার ১৮১ রান নিয়ে ইনিংস শুরু করেছিলেন। ৭৪ রানের ইনিংসে ছাড়িয়ে গিয়েছেন সাঙ্গাকারার ১৪ হাজার ২৩৪ রানের টালি। ওয়ানডে ফরম্যাটে কোহলির ওপরে এখন কেবলই শচীন টেন্ডুলকারের ১৮ হাজার ৪২৬ রান।

আরও পড়ুন:

সিডনিতে অবশ্য অন্য আরেক কীর্তিতে ঠিকই শচীনকে সরিয়ে দিয়েছেন কোহলি। ওয়ানডেতে রানতাড়ায় নেমে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস ভিরাটের দখলে। পরে ব্যাট করার হিসেবে এদিন ৭০তম বার পঞ্চাশের ল্যান্ডমার্ক পেরিয়েছেন কোহলি। পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৬৯টি পঞ্চাশোর্ধ ইনিংসের কীর্তিকে।

পাদপ্রদীপের আলোয় ছিলেন রোহিত শর্মাও। কোহলির মতোই ক্রিকেটের বাকি দুই ফরম্যাট থেকেই নিয়েছেন অবসর। ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিতে হয়েছে শুভমান গিলের কাছে। সমালোচনা ছিল ফিটনেস নিয়েও। তবে রোহিত পাশ মার্ক পেয়েছেন সবখানেই। সিডনিতে খেলেছেন ১২১ রানের ঝলমলে এক ইনিংস। ক্যারিয়ারের সায়াহ্নে এসে তাকেও হাতছানি দিচ্ছে রেকর্ড।

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ৩৫১ ছক্কা এসেছে পাকিস্তানের শহিদ আফ্রিদির ব্যাট থেকে। রোহিত আছেন ঠিক নিচেই। ৩৪৯ ছয় হাঁকিয়েছেন সিডনি ম্যাচ পর্যন্ত। ওজন ঝরিয়ে ক্রিকেটে রোহিত ফিরেছেন, ওপেনার হিসেবে সফরকারী কোনো দেশে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরির রেকর্ড করেছেন। সেই সঙ্গে দুজনে মিলে বাঁচিয়ে রেখেছেন ২০২৭ বিশ্বকাপ খেলার স্বপ্নটাও।

ইএ