চট্টগ্রামে পানিতে ডুবে তিন শিশুর প্রাণহানি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উত্তর পারুয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো— সুমাইয়া, হাবিবা ও জান্নাত। তাদের সবার বয়স ৫ থেকে ৬ বছর।

স্থানীয়রা জানান, বিকেলে খেলার জন্য তারা বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। ৪টার দিকে তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন:

পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এসময় তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

তিন শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ৯টার দিকে তাদের জানাজা ও দাফন  সম্পন্ন হয়।

এসএইচ