আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ) পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পাবনা জেলা শাখার আয়োজনে পাবনা জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় শিমুল বিশ্বাস বলেন, ‘দেশ গঠনে প্রকৌশলীদের যথেষ্ট ভূমিকা রয়েছে আমি বিশ্বাস করি এ প্রকৌশলীরাই আগামী দিনের দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’
আরও পড়ুন:
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা, ডিইএব, পাবনা জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী তানজিল আবেদীন, নবগঠিত কমিটির সভাপতি ও পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের ইনস্ট্রাক্টর মো. মহসীন আলীসহ আরও অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও পাবনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন।





