৮৫ দিন পর পানির নিচ থেকে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটির ঝুলন্ত সেতু
রাঙামাটির ঝুলন্ত সেতু | ছবি: এখন টিভি
0

কাপ্তাই হ্রদের পানি কমায় ৮৫ দিন পরে ভেসে উঠেছে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু। তুলে নেয়া হয়েছে দর্শনার্থীদের সেতু ভ্রমণের নিষেধাজ্ঞা। সেতুতে ভ্রমণ স্বাভাবিক হতে শুরু করায় খুশি পর্যটকরা। এতে এবারের পর্যটন মৌসুমে রেকর্ড সংখ্যক পর্যটক সেতু ভ্রমণে আসবেন বলে আশা করছেন সেতু কর্তৃপক্ষ।

কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট। কিন্তু বৃষ্টিপাত আর উজানের ঢলে হ্রদের পানি বাড়ায় গেল ২৯ জুলাই ডুবে যায় রাঙামাটি পর্যটনের আইকন পর্যটন ঝুলন্ত সেতু। এরপরই নিরাপত্তার কারণে ৩০ জুলাই সেতু ভ্রমণে নিষেধাজ্ঞা দেন সেতু কর্তৃপক্ষ।

তবে সেতু থেকে পানি পুরোপুরি নেমে যাওয়ায় আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) সকালে দর্শনার্থীদের জন্য সেতু ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেন সেতু কর্তৃপক্ষ। এরপরই সেতু ভ্রমণ উপভোগ করতে শুরু করেন পর্যটকরা।

তবে আগামীকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) সেতু ভ্রমণের টিকিট বিক্রির বাণিজ্যিক কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। তবে দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে সেতু ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে যাওয়া খুশি দর্শনার্থীরা।

আরও পড়ুন:

রাঙামাটিতে পর্যটকদের মূল আকর্ষণ ৩৩৫ ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতুকে ঘিরেই। বছরে প্রায় ৫ লাখের বেশি দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করে থাকেন।

সেতু ভ্রমণে জনপ্রতি ২০ টাকা প্রবেশ ফি থেকে সরকার বাৎসরিক রাজস্ব আয় করে থাকে প্রায় ৬০ থেকে ৯০ লাখ টাকা। কিন্তু হ্রদে পানি বাড়ায় গেল ৩০ জুলাই ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তায় সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা দেন কর্তৃপক্ষ।

এরপর থেকেই গেল ৮৫ দিন ধরে সেতু ভ্রমণ বন্ধ থাকায় কাঙ্ক্ষিত রাজস্ব বঞ্চিত হয় সরকার।

প্রায় তিন মাস পানিতে তলিয়ে থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া সেতু কর্তৃপক্ষের আশা, এবারের পর্যটন মৌসুমে রেকর্ড সংখ্যক পর্যটক সেতু ভ্রমণে আসবেন।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘গত বর্ষামৌসুমে রাঙামাটির সিম্বল ঝুলন্ত সেতু প্রায় তিন মাসের মতো লেকের পানিতে ডুবে ছিলো। এখন পানি সরে গেছে। আগামীকাল (২৪ অক্টোবর) আমরা আগত দর্শনার্থীদের মধ্যে টিকিট বিক্রির বাণিজ্যিক কার্যক্রম শুরু করবো। বর্তমানে পর্যটন মৌসুম চলছে যেহেতু, প্রতিবছরের ন্যায় এবারও রেকর্ড সংখ্যক পর্যটক রাঙামাটিতে আসবেন।’

সেজু