এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস ফুটবল দল
বসুন্ধরা কিংস ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে পৌঁছে প্রথম দিনের অনুশীলন করে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। গত (মঙ্গলবার, ২১ অক্টোবর) সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।

তিন ম্যাচ লিগে বসুন্ধরা কিংস পড়েছে বি গ্রুপে। প্রথম ম্যাচ আগামী (শনিবার, ২৫ অক্টোবর) ওমানের শক্তিশালী ক্লাব আল সীবের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে দেশের জায়ান্ট ক্লাবটি। তিনদিনের বিরতিতে লেবাননেন ঐতিহ্যবাহী ক্লাব আল আনসার এফসির সঙ্গে লড়াই করবে তপু-ফাহিম,কিউবা মিচেলরা।

আরও পড়ুন:

লীগে বসুন্ধরা শেষ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক কুয়েতের দাপুটে দল কুয়েত এসসি। মারিও গঞ্জালেসের নেতৃতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের প্রস্তুতে বেশ কঠোর অনুশীলন করে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। দেশের ইতিহাসে এ প্রথম কোনো ক্লাব টানা ছয়বার এ লীগে অংশগ্রহণ করেছে। এদিকে বাংলাদেশ ফুটবল লিগে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ জয় ১ হারে টেবিলের দ্বিতীয়তে আছে বসুন্ধরা কিংস।

এফএস