দক্ষিণ কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দৃশ্য
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দৃশ্য | ছবি: রয়টার্স
0

দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী অঞ্চলে থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশী অঞ্চল। এদিকে, জাপান বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এগুলো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। আজ (বুধবার, ২২ অক্টোবর) ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি এলাকা থেকে উত্তরপূর্ব দিক মুখে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।

আরও পড়ুন:

এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দপ্তর এক জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করে। সামরিক কর্মকর্তারাও বৈঠকে উপস্থিতি ছিলেন। বৈঠকে দেশটির প্রেসিডেন্টকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি জানানো হয়।

এদিকে এপেক সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনা প্রেসিডেন্টসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরও শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ইএ