জৌলুস হারিয়েছে তিউনিসিয়ার দক্ষিণের শহর গ্যাবেস। ধোঁয়ায় আচ্ছন্ন শহরটির আকাশ। ঝলমলে রঙ হারিয়ে অনেকটা ফিকে জলরাশি। মাছ শূন্য হয়ে পড়েছে নদী । জন্মাচ্ছে না নতুন গাছ। অথচ একসময় সবুজে পরিপূর্ণ শহরটিকে বলা হত পরিবেশের রত্ন হিসেবে। কিন্তু বর্তমানে ক্যান্সার, শ্বাসকষ্ট ও দুরারোগ্য রোগে আক্রান্ত গ্যাবেসের নানা বয়সের মানুষ। আর এসব কিছুর জন্য দায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন কেমিক্যাল গ্রুপ সিজিটি। ফসফেট প্রক্রিয়াকরণ কোম্পানির বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন গ্যাবেসবাসী।
এবার কারখানাটির কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নেমেছে গ্যাবেসের মানুষ। ইউজিটিটি শ্রমিক ইউনিয়ন নামে একটি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) বন্ধ ছিল দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান। অচল হয়ে পড়ে অর্থনৈতিক কার্যক্রম।
আরও পড়ুন:
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন। আমাদের কৃষি ফলন ব্যাহত হচ্ছে। আমাদের শিশুরা পর্যন্ত বিভিন্ন রোগে ভুগছে। এর আগেও আমরা কথা বলেছি। কিন্তু কোনো সমাধান আসেনি।’
অন্য একজন বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট দাবিগুলো সম্পর্কে অবগত আছেন। তাকে অবশ্যই সমস্যার একটি যৌক্তিক সমাধান খুঁজতে হবে।’
২০২১ সালে দেশটির রাষ্ট্রপতি কাইস সাইদের ক্ষমতা দখলের পর থেকে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে চাপের মুখে রয়েছে তার সরকার। এতে নতুন মাত্রা যোগ করেছে গ্যাবেসের পরিবেশ আন্দোলন। একারণে আন্দোলনটি যাতে অন্য কোনো শহরে ছড়িয়ে না পড়ে সেজন্য উদ্বিগ্ন সাইদ প্রশাসন। চলতি মাসের শুরুতে গ্যাবেসের পরিবেশগত ঝুঁকির জন্য তিউনিসিয়ার সাবেক শাসকদের দায়ী করেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। তবে তার যুক্তি প্রত্যাখ্যান করে অবিলম্বে রাসায়নিক কমপ্লেক্স বন্ধের দাবি জানায় গ্যাবেসের সাধারণ মানুষ।




