আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) রাত ৮টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার।
আরও পড়ুন:
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
আগামীকাল (শুক্রবার, ১৮ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এ আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তার।





