সনদ স্বাক্ষরের শেষ মুহূর্তের প্রস্তুতি তদারকির জন্য গতকাল (বুধবার, ১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে প্রধান উপদেষ্টা একটি জরুরি বৈঠক আহ্বান করেন। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন।
আরও পড়ুন:
বৈঠকে সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, এই ঐতিহাসিক সনদ স্বাক্ষরের ফলে রাষ্ট্র সংস্কারের এক অভূতপূর্ব পরিবর্তনের অব্যাহত ধারার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা নির্দিষ্ট অঙ্গীকারে পৌঁছাবে।
প্রায় আট মাস ধরে তিন ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে আগামীকাল ১৭ অক্টোবর চূড়ান্তভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে এ সনদ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে, যা ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে।
উল্লেখ্য, ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়ায় কিছু ত্রুটি থাকার কারণে সেটি সংশোধন করে নতুন খসড়া পাঠানো হয়। এরপর ২০ আগস্ট কমিশনের পক্ষ থেকে মতামত জানানোর সময়সীমা ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাড়ানো হয়। সকলের মতামত পর্যালোচনা করে চূড়ান্তভাবে তৈরি করা সনদের অনুলিপি ১৪ অক্টোবর প্রতিটি রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করা হয়।





