বক্তারা বলেন, বৃহত্তর ফরিদপুর মানেই শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী। ওই সব জেলার ভাইরা তাদের স্বাস্থ্য শিক্ষাসহ দৈনন্দিন কাজে ফরিদপুরে আসেন। আজ কেন তারা বৈরী আচরণ করছেন এটা আমাদের বোধগম্য নয়। আমরা সরকারপ্রধানের কাছে আহ্বান জানিয়ে বলবো, যত দ্রুত সম্ভব ফরিদপুরকে বিভাগ ঘোষণা করুন। অন্যথায় রাজপথে নেমে দাবি আদায় করা হবে। ফরিদপুরের প্রশ্নে আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ।
আরও পড়ুন:
এ সময় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরবার ইতু, বিএনপির কিবরিয়া স্বপন, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।





