ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে ও তীর নিক্ষেপে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ-ভারত সীমান্তের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে ও তীর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট বলে জানিয়েছে বিজিবি।

ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায়। যা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে অবস্থিত।

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) ভোরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, তিনজন বাংলাদেশি গত ২-৩ দিন আগে ভারতে প্রবেশ করেন।

আরও পড়ুন:

এসময় স্থানীয় ভারতীয় নাগরিকরা সন্দেহবশত তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বিজিবির ধারণা, নিহতরা গরু চোরাচালানের সঙ্গে জড়িত। নিহতদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

সেজু