সংস্কার শুরুর আশ্বাসে ‘ব্লকেড কর্মসূচি’ প্রত্যাহার ইবি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি | ছবি: এখন টিভি
0

দ্রুত সড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরুর আশ্বাসে এ কর্মসূচি প্রত্যাহার করেন তারা। আজ (বুধবার, ১৫ অক্টোবর) দুপুর ৩টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ‘ব্লকেড কর্মসূচি’ নামে এ অবরোধ শুরু হয়।

এতে এ মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

শিক্ষার্থীদের মাঝে একজন বলেন, ‘রাস্তা সংস্কারের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি, সমাধানও হবে রাস্তায়। কেবল প্রতিশ্রুতি নয়, আমরা দৃশ্যমান উদ্যোগ চাই। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে ২২ অক্টোবর আবারও কর্মসূচি দেয়া হবে।’

আরও পড়ুন:

অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের রুটিন ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী জানান, বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে। পরে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের উপস্থিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তিনি এক সপ্তাহের মধ্যে সংস্কারকাজ শুরুর আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ইএ