গোল অ্যাসিস্টে সর্বোচ্চ রেকর্ড লিওনেল মেসির

পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি
পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে দুই অ্যাসিস্ট করে ইতিহাসের পাতায় নাম তুললেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে গোলে সহায়তার দিক থেকে এখন সবার ওপরে আর্জেন্টাইন এই তারকা। গতকাল (মঙ্গলবার, ১৪ অক্টোবর) রাতে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনা পুয়ের্তো রিকোকে গোলের মালা পরিয়ে জয় পেলো ৬-০ ব্যবধানে।

গেল বছরের নভেম্বরে পেরুর বিপক্ষে নিজের ৫৮তম আন্তর্জাতিক অ্যাসিস্ট পেয়েছিলেন মেসি। এরপর থেকে দেশের জার্সিতে গোলের দেখা পেলেও সতীর্থদের দিয়ে গোল করানো হয়নি তার। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। আর তাতেই ইতিহাসের পাতায় উঠলো এলএমটেনের নাম।

আরও পড়ুন:

আন্তর্জাতিক ফুটবলে এতদিন সবচেয়ে বেশি অ্যাসিস্ট ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমার, মেসি এবং লেন্ডন ডনোভানের। প্রত্যেকেরই ছিল ৫৮ অ্যাসিস্ট। শীর্ষ তিনের পর এ তালিকায় আছেন হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাস।

ইএ