আশরাফ হোসেন আলিম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু জামায়াতে ইসলামী দলটি আমাদের কাজে বাঁধা দিতে চায়। আমরা হিসেব করে দেখেছি, সারা দেশে তাদের সর্বোচ্চ ভোট ১০ থেকে ১২ শতাংশ । তাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এটি দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিএনপিকে নারী-পুরুষ, শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ পছন্দ করেন। এমনকি নারীরাও বিএনপিকে পছন্দ করেন। ফলে বিএনপির বিজয় সুনিশ্চিত। এ বিজয় কেউ দমিয়ে রাখতে পারবেনা।’
তিনি আরও বলেন, ‘আর পিআর পদ্ধতির নির্বাচন একটি দলের প্রস্তাব মাত্র। এ দাবিতে প্রমাণিত হয় তাদের ভিত্তি দুর্বল। কারণ পিআর পদ্ধতিতে কে সংসদ সদস্য হবে মানুষ আগে জানতে পারবে না। সেক্ষেত্রে বলা যায়, পিআর পদ্ধতির নির্বাচন একটি অযৌক্তিক দাবি। এসব দাবি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’





