চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে এসি বিস্ফোরণে তিন আউটসোর্সিং কর্মচারী গুরুতর দগ্ধ হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালে এসি মেরামতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-শওকত, মিশকাত ও তানভীর। তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী। বিস্ফোরণে ইলেকট্রিশিয়ান শওকত সপ্তম তলা থেকে নিচে পড়ে যান।
দগ্ধ তিনজনের মধ্যে একজন আইসিইউতে, আরেকজন অপারেশন থিয়েটারে এবং অপরজন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।