এসি-বিস্ফোরণ
এসি বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক
একের পর এক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি থেকে ঘটা অগ্নি দুর্ঘটনায় স্বস্তির এই যন্ত্র নিয়ে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। গরমের অস্বস্তি থেকে বাঁচতে ঘরে বা অফিসে বোমা বসাচ্ছেন কিনা এমন চিন্তাও নাগরিকদের মনে। তবে এসি নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিসের।
এসি বিস্ফোরণে শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই
এসির কম্প্রেসার বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যন্ত্রপাতি। আইসিইউ রুমে যে অক্সিজেন সংযোগ ছিল সেটিও পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।