বিসিবির সভাপতির দায়িত্ব নিয়ে জাতীয় লিগে টি-টোয়েন্টি ফরম্যাট চালু করেছিলেন ফারুক আহমেদ। মাঝখানে সভাপতির পদ হারালেও নির্বাচন করে আবারও সহ-সভাপতি হিসেবে বিসিবিতে এসেছেন সাবেক এ অধিনায়ক। নিজের হাতে শুরু করা এনসিএলের সংক্ষিপ্ত এ সংস্করণটি ক্রিকেটারদের জন্য আশীর্বাদ বলে মনে করেন ফারুক আহমেদ। বিপিএলের আগে আসরটি হওয়ায় পারফর্ম করে ক্রিকেটাররা ফ্রাঞ্চাইজিগুলোর নজর কাড়তে পারবে বলে মনে করেন তিনি।
বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এটি বাংলাদেশি টুর্নামেন্ট এখানে ফরেন কোনো প্লেয়ার নেই। তারা এখানে ভালো খেললে বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোতে নজর কাড়তে পারবে।’
গতবার বিপিএল আয়োজন ছিলো বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ। তারপরও টিকিট বিক্রি থেকে শুরু করে লভ্যাংশ সব জায়গাতেই সফল ছিলো বিসিবি। এবারও বিপিএল ঠিক সময়ে আয়োজন করা যাবে বলে মনে করেন ফারুক আহমেদ।
আরও পড়ুন:
বিসিবির সহ-সভাপতি আরও বলেন, ‘গত বছরে যে সময় বিপিএল আয়োজন করেছি, তখন বলতে গেলে একাই করতে হয়েছে অনেক কাজ। এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিলো আমাদের জন্য।’
অন্য ফ্রাঞ্চাইজির সঙ্গে সিডিউল মিলে গেলে বিদেশি তারকা ক্রিকেটারদের টানতে সমস্যায় পড়বে বিপিএলের দলগুলো। তাই এ বিষয়টি মাথায় রেখে এবারের বিপিএল আয়োজন করার পরিকল্পনা করছে আয়োজক কমিটি।
ফারুক আহমেদ বলেন, ‘আমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি আইএল টি-টোয়েন্টি যেটি দুবাইতে হয়, যদি ক্ল্যাশ করে তাহলে বিষয়টি কঠিন হয়ে যাবে। ওটির সঙ্গে ক্ল্যাশ না করলে ফরেন প্লেয়ার পাওয়ার সুযোগ বাড়বে।’
এনসিএলের ফাইনাল দেখতে গিয়ে জাতীয় দল নিয়েও কথা বলেছেন ফারুক আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩-০ তে সিরিজ জিতলেও ওয়ানডেতে ২ ম্যাচ হেরে আগেভাগেই সিরিজ খুইয়েছে টাইগাররা। যে কারণে একটু হলেও হতাশ তিনি। মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এ বিসিবি কর্তা।





