নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি
দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি | ছবি: এখন টিভি
0

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের আয়োজনে নওগাঁ সদর উপজেলা মিলনায়তন থেকে এক শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন- জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

পরে এক আলোচনা সভায় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের সভাপতিত্বে জেলা প্রশাসক আব্দুল আউয়াল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, নওগাঁ ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন:

এসময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে নওগাঁ সদর উপজেলা মিলনায়তন অগ্নি নির্বাপণ, সচেতন ও উদ্ধার নিয়ে মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

সেজু