বন্দি ও জিম্মি বিনিময় ছাড়াও আজ ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে মিশরে আলোচনায় বসবেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ২৭টিরও বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এ সম্মেলনে যোগ দেবেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহর সভাপতিত্বে এ শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে পর্যটন শহর শারম আল শেখে।
আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম বলছে, হামাস ও ইসরাইলের মধ্যে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, আজ তাতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প। এছাড়া, মিশরে এ সম্মেলনে যোগ দেয়ার আগে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।





