৫ দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ; জেলা প্রশাসককে স্মারকলিপি

জামায়াতের বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
জামায়াতের বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান | ছবি: এখন টিভি
0

জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শাখা। বিক্ষোভ মিছিলের পূর্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।

আজ (রোববার, ১২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে মাইজদী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এসময় উপস্থিত নেতাকর্মীদের সামনে স্মারকলিপি পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

আরও পড়ুন:

পেশকৃত ৫ দাবি হলো— জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া; আগামীতে যাতে কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে গড়ে উঠতে না পারে সেজন্য উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিতকরণ; সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার নিশ্চিতকরণ; জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধকরণ।

স্মারকলিপি পাঠ শেষে জেলা প্রশাসক বরাবর এটি পেশ করেন নোয়াখালী-৪ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোয়াখালী-২ আসনে মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমেদ, নোয়াখালী-৩ আসনে মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী-১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখালী-৫ আসনে মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, নোয়াখালী-৬ আসনে মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুর রহমান, শহর আমির মাওলানা ইউসুফসহ অন্যান্য নেতারা।

এসএইচ