আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

শিশু মোহাম্মদ
শিশু মোহাম্মদ | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) আনুমানিক দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ স্থানীয় মো. মোফাজ্জল হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে (প্রায় ১০টার দিকে) মোহাম্মদ তার বড় ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর বড় ভাই তাকে রেখে বাড়িতে ফিরে আসে।

পরে ভাই আবার পুকুরপাড়ে গিয়ে ছোট ভাইকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে।

আরও পড়ুন:

খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের ধারে মোহাম্মদের জুতা পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী পুকুরে জাল ফেলে তল্লাশি চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর দুপুর আনুমানিক ১টার দিকে পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএস